চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নারী দিবসের স্বল্পদৈর্ঘ্য ‘ত্রিদশ’

৪ মার্চ, ২০২০ | ৩:১৫ পূর্বাহ্ণ

জনপ্রিয় কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প থেকে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ত্রিদশ’। প্রতিফলন-এর প্রযোজনায় এটি পরিচালনা করেছেন কাওসার আমিন শুভ্র। তিনি বলেন, ‘মূলত একজন স্বাবলম্বী নারীর স্বপ্ন পূরণের পথে বিভিন্ন সামাজিক বাধা এবং প্রিয়জনদের দ্বারা স্বপ্নভঙ্গের ঘটনা উঠে এসেছে এতে। ইচ্ছা, পরিশ্রম আর চেষ্টা, এই তিনের সংমিশ্রণে গড়া রূপক নারী চরিত্র ‘ত্রিদশ’ কি শেষ পর্যন্ত নিজের স্বপ্নে পৌঁছাতে পারবে? নাকি অনাকাক্সিক্ষত বাধায় হার মেনে নেবে। তার উত্তর পাওয়া যাবে এই নির্মাণে।’ ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প বেছে নেওয়ার ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিফলনের প্রধান নির্বাহী শাহরিয়ার হাসান অলি বলেন, ‘আমাদের প্রজন্মের একটা বিশাল অংশের বেড়ে ওঠা জাফর ইকবাল স্যারের লেখা পড়ে। মূলত এ কারণেই আমাদের প্রথম কাজটি স্যারের গল্প অবলম্বনে করা।’ একঝাঁক নতুন মুখ নিয়ে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্যের ট্রেলার সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অবমুক্ত হয়েছে। জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ত্রিদশ’ ইউটিউবে উন্মুক্ত হচ্ছে ৮ মার্চ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট