চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুখ খুললেন কাজল

৪ মার্চ, ২০২০ | ৩:১৫ পূর্বাহ্ণ

বছর দুয়েক আগে কর্মস্থলে যৌন নির্যাতনের প্রতিবাদে সামাজিক মাধ্যমগুলোতে #মিটু আন্দোলন শুরু হয়েছিল। হলিউড, বলিউডের অনেক বিখ্যাত অভিনেত্রী নিজেদের জীবনের গোপন ঘটনাগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এ নিয়ে সিনেমাপাড়াসহ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু #মিটু আন্দোলনের পরে আদৌ কী সিনেমা জগতে নারীদের ভিন্ন চোখে দেখা হচ্ছে? নতুন শর্টফিল্ম দেবী’র প্রচারণায় বলিউড অভিনেত্রী কাজল দাবি করেন, #মিটু আন্দোলনের পরে সিনেমাসহ সবক্ষেত্রেই কিছুটা পরিবর্তন হয়েছে। তিনি বলেন, ‘অবশ্যই পরিবর্তন এসেছে। শুধু ফিল্মের সেটেই নয়। বিভিন্ন ক্ষেত্রেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। সত্যি বলতে বর্তমানে ‘ভাল’, ‘মন্দ’ সব ধরনের পুরুষই কিছু করার আগে সাত পা পিছিয়ে যান।’ সিনেমার আরেক অভিনেত্রী শ্রুতি হাসানও কাজলের সুরেই সুর মিলিয়ে বলেন, ‘তখন #মিটু নিয়ে প্রতিবাদ মাত্র শুরু হয়েছে। আমার এক সহকর্মীকে দেখলাম, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা ও সেই সংক্রান্ত বিষয়ে শারীরিক নৈকট্যের উপর একটি প্রতিবেদন পড়ছিলেন। এই সচেতনতা দেখে ভাল লাগল।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট