চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আখ ক্ষেতে ছাগল বন্দি কুদ্দুস বয়াতীর ক্ষোভের জবাব দিলেন লায়লা

১ মার্চ, ২০২০ | ২:১০ পূর্বাহ্ণ

‘আখ ক্ষেতে ছাগল বন্দি’ নাকি ‘আক্কলে ছাগল বন্দি’, ‘জলে বন্দি মাছ’ হবে নাকি ‘জালে বন্দি মাছ’। লায়লার কণ্ঠে ‘সখী গো আমার মন ভালা না’ গানটি তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর গানের এমন কিছু কথায় বিভ্রাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। যারা ইউটিউবে প্রকাশ করেছেন তারাও গানটির কথা ‘সংগ্রহ’ বলে উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন, মৈমনসিংহ গীতিকা থেকে নেওয়া হয়েছে এই গান।

কিন্তু এরই মধ্যে গানটি নিজের বলে দাবি করেছেন বাংলাদেশের লোকসংগীতের নন্দিত শিল্পী কুদ্দুস বয়াতী। তিনি দাবি করেন, গানটির কথা লিখেছেন ও সুর করেছেন নিজেই, লায়লা সেই গানের কথা বিকৃত করে গেয়েছেন। তিনি কপিরাইট অফিসে জমাও দিয়েছেন।
‘আক্কলে ছাগল বন্দি, জালে বন্দি মাছ। মাছ তো জলেই বসবাস করে। সে কেন সেখানে বন্দি থাকবে, মাছ বন্দি হয় জালে।’ এই গান নিয়ে লায়লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গানটি আমি সংগ্রহ করেছি। এই গানের কোনো গীতিকার ও সুরকারের নাম পাইনি। আমি যতটুকু যা পেয়েছি তাই গেয়েছি। কুদ্দুস বয়াতী স্যার গানের যে কথাগুলো বলছেন তা আমার গাওয়া গানে কোথাও নেই। তাই এটা নিয়ে আমার কিছু বলার নাই।’

শেয়ার করুন