চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হল মালিকদের ক্ষতিপূরণ দেবেন রজনীকান্ত

২ ফেব্রুয়ারি, ২০২০ | ২:১১ পূর্বাহ্ণ

তামিল ছবির ‘ঈশ্বর’ বলা হয় রজনীকান্তকে। কেউ কেউ তাকে তামিলের থালাইভা বলেও ডাকেন যার বাংলা অর্থ নেতা। তার সিনেমা মানেই দক্ষিণ ভারতে উৎসব। সেই সুপারস্টার রজনীকান্তের সিনেমা ফ্লপ করেছে! ‘গজিনী’ খ্যাত পরিচালক এ আর মুরুগাদস বানিয়েছিলেন ‘দরবার’ নামের ছবি। নয়নতারার বিপরীতে এই ছবির নায়ক রজনীকান্ত। ছবিটি চলেনি। ২০১৪ সালে ‘লিঙ্গা’ ছবির পর আবারও ফ্লপ নায়কের স্বাদ নিলেন রজনী। ‘দরবার’ ব্যর্থ হওয়ায় চেন্নাইয়ে একদল চিত্র পরিবেশকের সঙ্গে গত গত শুক্রবার বৈঠকে বসেছেন সুপারস্টার রজনীকান্ত। বৈঠকের বিষয় বক্স অফিসে তার ছবির মুখ থুবড়ে পড়া।

ভাবা হয়েছিল, সবরকম বক্স-অফিস রেকর্ড ভেঙে তছনছ করে দেবে এই ছবি। অথচ বাস্তবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রযোজক এবং ডিস্ট্রিবিউটররা। যে পরিমাণ টিকিট বিক্রি হবে বলে ভাবা গিয়েছিল, তার সিকিভাগও হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, ক্ষিপ্ত ডিস্ট্রিবিউটররা তাদের আর্থিক ক্ষতির একটি তালিকা প্রস্তুত করেছেন। যা তারা বৈঠকে তুলে দিয়েছেন রজনীকান্তের হাতে। তবে মিডিয়াকে এখনও দেখানো হয়নি সেই চিঠি। প্রযোজক তথা ডিস্ট্রিবিউটর জি ধনঞ্জয়নের কথায়, ‘যদি ক্ষতির পরিমাণ সাধ্যের মধ্যে হয় (১০ থেকে ২০ শতাংশের মধ্যে) তাহলে ক্ষতিপূরণ দেবেন রজনীকান্ত। কিন্তু তার বেশি লোকসান হলে ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট