চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আফ্রিকায় অপহৃত বাংলাদেশি নাগরিক উদ্ধার

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৯ | ৫:৪৯ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় অপহৃত বাংলাদেশি আবদুল্লাহ আর রেজাকে (২৪) উদ্ধার করেছেন কাউন্টার টেরোরিজমের নেতৃত্বে গঠিত ন্যাশনাল কিডন্যাপিং টাস্ক টিম ও সাউথ আফ্রিকা পুলিশের যৌথ টিম।

বুধবার সাউথ আফ্রিকার টুইফনটেন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।  ফরহাদের বাড়ি চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহরে।

এর আগে ৩১ অক্টোবর সাউথ আফ্রিকার একটি দোকান থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণকারিরা ফরহাদের পরিবারের কাছ থেকে ৫০লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এবং টাকা দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি একাউন্ট নম্বরও দেয়।

এ ঘটনার পর ওই দোকানের মালিক আবদুল্লাহ রেজার খালাতো ভাই ও ফরহাদের বাবা কাউন্টার টেরোরিজম বরাবর অভিযোগ করেন।

কাউন্টার টেরোরিজম উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, অপহরণের অভিযোগ পেয়ে আমরা সাউথ আফ্রিকার তদন্তকারি অফিসারের সাথে সরাসরি যোগাযোগ করে যৌথভাবে তথ্য আদান প্রদানের মাধ্যমে অপহৃত ফরহাদকে উদ্ধারের লক্ষে কাজ করি। ব্যাংক একাউন্ট ও মোবাইল নম্বর সংক্রান্ত  সকল তথ্য যাচাই বাচাই করা হয়। মঙ্গলবার সাউথ আফ্রিকান পুলিশ পাকিস্তানি এক নাগরিককে উদ্ধার করে। তার দেয়া তথ্যমতে বুধবার সাউথ আফ্রিকান পুলিশ অপহরণকারি দলের আমিনুল হক নামে আরো এক বাংলাদেশিকে আটক করে।  

সাউথ আফ্রিকার পুলিশ জানায়, অপহরণকারি দলটিতে সাউথ আফ্রিকান, পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিক জড়িত।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট