চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সৌদিআরবে কথা-কাটাকাটির জেরে এক বাংলাদেশি খুন

কামাল পারভেজ অভি, সৌদিআরব প্রতিনিধি

১ অক্টোবর, ২০১৯ | ১২:১০ অপরাহ্ণ

সৌদি আরব দিন দিন দেশের ভাবমূর্তি হারাচ্ছে। প্রতিদিন দেশটির কোথাও না কোথাও খুনের ঘটনা ঘটছে। এ নিয়ে চার জন বাংলাদেশী খুন হলো সৌদিআরবে।

এদিকে সৌদিআরবের নাজরান শহরে কথা কাটাকাটির জের ধরে জুনেদ আহমেদ(৩৫) নামের আরো এক বাংলাদেশি খুন হয়েছে।

জানা যায়, ২৮ অক্টোবর রাত আনুমানিক ১ টার সময় নিজ বাসা থেকে পাশ্ববর্তী বাসার তার আপন মামাত ভাই ও তার শ্যালক সহ তিনজন মিলে জুনেদ আহমেদকে বাহিরে ডেকে নিয়ে হাতাহাতি ও মারধর করার এক পর্যায়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

নিহত জুনেদ আহমদ সিলেট জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দী গ্রাম নিবাসী আব্দুল কুদ্দুসের পুত্র। এদিকে আজ মঙ্গলবার নিহতর চাচা রহমত আলী জানান,দেশে তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে সৌদিআরবে বসবাস করে আসছিলেন। তার আপন মামাত ভাই ও চাচা সশুরের ছেলে (শ্যালক কে) তিনি নিজেই সৌদিআরবে এনেছিলেন। তবে এখন পর্যন্ত ঘটনার মূল রহস্য জানা যায়নি। নিহত জুনেদ আহমেদের খুনের সাথে জড়িত তিন বাংলাদেশিকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের কাছে সোর্পদ করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। নিহত জুনেদ আহমদ লাশ নাজরানের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট