চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসুরক্ষায় দূতাবাসে মেডিকেল সেন্টার

অনলাইন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৫৩ অপরাহ্ণ

রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীদের জন্য দূতাবাসগুলোয় মেডিকেল সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হবে। রাজধানীর মিরপুরে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে স্বাস্থ্যসেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বর্দন জুং রানা। এতে আরো বক্তব্য রাখেন; ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহ-সভাপতি ডা. মো. সিরাজুল ইসলাম, মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী, অধ্যাপক সোহেল রেজা চৌধুরী প্রমুখ।

পূর্বকোণ/এম

শেয়ার করুন