চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মালয়েশিয়ায় এক বাংলাদেশির মৃত্যুদণ্ড

মালয়েশিয়ায় এক বাংলাদেশির মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

২৮ জুলাই, ২০২০ | ৪:২৬ অপরাহ্ণ

দু’বছর আগে স্বদেশী এক শ্রমিককে হত্যার অভিযোগে মোহাম্মদ জবি উল্লাহ (৪০) নামে বাংলাদেশি এক ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে মালয়েশিয়ার হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারক মো. রাদজি আবদুল হামিদ শাস্তি ঘোষণা করেন।

তিনি বলেন, বিবাদিপক্ষ অভিযোগের বিরুদ্ধে যৌক্তিক ও সন্দেহাতীত কোনো প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে। এ জন্য জবি উল্লাহর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হচ্ছে।

মালয়েশিয়ার অনলাইন মালয় মেইলে বলা হয়, দুই বছর আগে ২০১৮ সালের ২৫ শে মার্চ বুকিত মারতাজামে তামান জাসার জালান মেগাত হারুন এলাকায় স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে নিজের দেশের একজন হাউজমেট মিন্টো (৪০)কে হত্যা করেছে জবিউল্লাহ। দু’জনেই মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন