চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সৌদি আরবে করোনায় সীতাকুণ্ড প্রবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক

১৬ জুলাই, ২০২০ | ১২:১২ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে কাজী মোহাম্মদ নুরুল মোস্তফা (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সৌদির রাজধানী রিয়াদের সমেসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোস্তফা সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের কাজী বাড়ির মৃত শফির ছেলে।

মোস্তফার বাড়ির বাসিন্দা কাজী আবুল বশর বলেন, গত ২৩ জুন করোনা আক্রান্ত হয়ে রিয়াদে একটি হাসপাতালে আইসিইউতে ছিলেন মোস্তফা। মঙ্গলবার বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ পরিবারের অনুমতি সাপেক্ষে সৌদি আরবে দাফন করা হবে। মোস্তফার মা ও স্ত্রীসহ দুই মেয়ে ও দেড় বছরের এক ছেলে রয়েছে। পাঁচজনের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি। মোস্তফার ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন স্থানীয় মেম্বার আলমগীর হোসেন মাসুম। আলমগীর হোসেন মোস্তফার বাড়িতে গিয়ে তার পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন। সেইসঙ্গে ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন