চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাংলাদেশি সেই রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২০ | ২:২৮ অপরাহ্ণ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তৈরি করা ‘‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’’ প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি যুবক রায়হান কবিরের (২৫) ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া।

আজ রবিবার (১২ জুলাই) দেশটির পুলিশ মহাপরিদর্শক তান শ্রী আব্দুল হামিদ বাবর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিবাসীদের নিয়ে ‘‘ভুল’’ তথ্য দেয়া বাংলাদেশি যুবক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট অভিবাসন বিভাগ থেকে বাতিল করা হয়েছে।’ সে আত্মসমর্পণ করলে তাকে তার নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আল জাজিরার নির্মিত ২৬ মিনিটের প্রামাণ্যচিত্রে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের অভিবাসীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। সেখানে সাড়ে পাঁচ মিনিটের ভয়েস ওভারে দেয়া তথ্যমতে রায়হান উপস্থাপককে নিজের মোবাইলে ধারণকৃত ভিডিওতে মালয়েশিয়ান প্রশামনের কিছু পদক্ষেপের দৃশ্য দেখান। যেখানে দেখা যায় ৬০০ মানুষকে তারা ট্রাকে করে অন্য কোথাও নিয়ে যাচ্ছেন।

রায়হানের সেই ভয়েস ওভারের প্রেক্ষিতে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন