চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কুয়েতের নাগরিকত্ব নেই এমপি পাপুলের

অনলাইন ডেস্ক

৯ জুলাই, ২০২০ | ৫:৫৭ অপরাহ্ণ

মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে আটক হওয়া এমপি পাপুল কুয়েতের নাগরিক নন। গতকাল বুধবার (৯ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বুধবার বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে পাপুল কুয়েতের নাগরিক কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানালে পাপুল কুয়েতের নাগরিক হলে তার আসন শূন্য হবে বলে প্রধানমন্ত্রী জানান।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি অভিযুক্ত ব্যক্তির কুয়েতের নাগরিকত্ব পাওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের গণসংযোগ ও মিডিয়া নিরাপত্তা বিভাগ অস্বীকার করছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়। ওই অভিযুক্ত ব্যক্তি দেশের আবাসিকতা আইন অনুসারে বাস করছেন।

মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, দেশের আইন অনুসারে তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিচার শুরু হয়েছে। তার কুয়েতি নাগরিকত্ব পাওয়ার খবর সঠিক নয় বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ার প্রতি তাদের খবরের সঠিকতা যাচাইয়ের জন্য আহ্বান জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ৬ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন