১ জুলাই, ২০২০ | ১০:০৯ অপরাহ্ণ
সৌদিআরব সংবাদদাতা
সৌদিআরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো: ইদ্রিস ( ৪৫) নামে লোহাগাড়ার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় সকালে বাসায় অসুস্থ হলে হাসপাতলে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী ইদ্রিসের ছোট ভাই নাজিম উদ্দিন।। নিহত মোহাম্মদ ইদ্রিস চট্টগ্রাম জেলার লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশ হাট সওদাগর পাড়ার মৃত পেঠান সওদাগরের ছেলে। দেশে তার স্ত্রী, ২ ছেলে ও ১মেয়ে সন্তান রয়েছে। এদিকে তার মৃত্যুতে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ / আরআর-কামাল
The Post Viewed By: 414 People