চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সৌদিতে করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশির মৃত্যু

২ জুন, ২০২০ | ৬:০০ অপরাহ্ণ

সৌদিতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রবাসীর নাম জাকির হোসেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাকশিমূল গ্রামের কুতুব মিয়ার ছেলে। দেড় দশকের বেশি সময় ধরে তিনি সৌদি আরবে ছিলেন।

বাংলাদেশ সময় গতকাল সোমবার (১ জুন)রাত ১১টায় জেদ্দার এক স্থানীয় ক্লিনিকে জাকিরের মৃত্যু হয় বলে তার আত্মীয়ের মাধ্যমে জানা গেছে।

মৃত প্রবাসীর চাচাত ভাই বলেন,  “আমরা যতটুকু জানতে পেরেছি, রমজানে জাকিরের মধ্যে করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা দেয়। জ্বর, এর সাথে গলা ব্যথাও ছিল। তখন তিনি বাসায় থেকে ওষুধপত্র খেয়ে যাচ্ছিলেন।

“গতকাল হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”

করোনা পরীক্ষার জন্য প্রবাসী জাকিরের কাছ থেজে নমুনাও সংগ্রহ করা হয়।

পূর্বকোণ/ এএ 

শেয়ার করুন