চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জেদ্দায় করোনায় আক্রান্ত বাংলাদেশ মিশনের কাউন্সিলর

পূর্বকোণ ডেস্ক

১৮ এপ্রিল, ২০২০ | ৯:২৩ অপরাহ্ণ

জেদ্দায় বাংলাদেশ মিশনে কর্মরত কাউন্সিলর (লেবার) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় । পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্ত কর্মকর্তার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জানা গেছে, জেদ্দায় বাংলাদেশ মিশনের ওই কাউন্সিলর বাংলাদেশী ৪ হাজার শ্রমিককে করোনা ভাইরাস পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে তিনি মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সাথে দায়িত্ব পালন করেন। সেখানেই তিনি করোনায় সংক্রমিত হন। ড. মোমেন বাংলাদেশের বৈদেশিক মিশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিকে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য মহামারি করোনা ভাইরাসে এখন পযর্ন্ত সারা বিশ্বে ২২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

পূর্বকোণ-আরপি/*

শেয়ার করুন