চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেল আরো ৬ বাংলাদেশির

অনলাইন ডেস্ক

১৪ এপ্রিল, ২০২০ | ৬:৩৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে ১৩ এপ্রিল (সোমবার) রাত পর্যন্ত আরো ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ১২৭ জন বাংলাদেশির মৃত্যু হল।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ওই ছয় বাংলাদেশি হলেন; বেদান্ত এসোসিয়েশন অব নিউইয়র্কের সভাপতি ঝন্টু সরকার, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেনের স্ত্রী পেয়ারা হোসেন বেবী, নরসিংদী জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার বড় বোন হাসনা বেগম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমিরুল ইসলাম বাবলুর বাবা শফিকুর রহমান এবং মানিক মিয়া ও মোহাম্মদ খোকন (৫৪)। এ নিয়ে ১৩ এপ্রিল মধ্যরাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২৭ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে নিউজার্সির গভর্নর বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের দুই বেদনার যুদ্ধ ভিয়েতনাম ও কোরিয়ান যুদ্ধে মারা যাওয়া রাজ্যের লোকসংখ্যাকে ছাড়িয়ে গেছে করোনা মহামারি। ১৩ এপ্রিল পর্যন্ত রাজ্যে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে সবশেষ ২৪ ঘণ্টায় এই ভাইরাসের আক্রান্তদের মধ্যে দেড় হাজার জনের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ হালনাগাদ তথ্যের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসজনিত কভিড-১৯ এ মৃত্যু হয়েছে ১,৫০৯ জনের। সংখ্যাটা আগের দিনের মতই। আগের ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ১,৫১৪ জন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট