চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২ বাংলাদেশি করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২ বাংলাদেশি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

১৫ মার্চ, ২০২০ | ১২:৩৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দুইজনের বয়স ৫০-এর উপরে।

আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি ফরিদপুর। তিনি লংআইল্যান্ডের নাসাউ কাউন্টিতে বাসবাস করেন। আরেকজনের বাড়ি সিলেটে। তিনি ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

গত ১ মার্চ নিউইয়র্ক শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। দুই সপ্তাহের মধ্যে এর সংখ্যা বেড়ে ২১৩ জনে দাঁড়িয়েছে। আর পুরো নিউইয়র্ক স্টেটে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৬১৩ জন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।

হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি বলেন, শুক্রবার ট্রাম্পের দেহে ভাইরাসটির উপস্থিতি আছে কিনা, তা পরীক্ষা করা হয়েছিল। ফল নেগেটিভ এসেছে, যা আজ (শনিবার) সন্ধ্যায় আমি নিশ্চিত হয়েছি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট