চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২৭ ফেব্রুয়ারির পর কুয়েতে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

 সাদেক রিপন, কুয়েত সংবাদদাতা

১২ মার্চ, ২০২০ | ১২:৩৯ অপরাহ্ণ

করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে ২৭ ফেব্রুয়ারির পর যারা কুয়েতে প্রবেশ করেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (১১ মার্চ) কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত যেসব প্রবাসী কুয়েত প্রবেশ করেছেন, তাদেরকে নিম্নে উল্লেখিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন প্রধান কেন্দ্র গুলোতে যোগাযোগ করতে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ প্রদান করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আল জাহারা, শুক্রবার (১৩ মার্চ) মোবারক আল কাবির, শনিবার (১৪ মার্চ) ফরওয়ানিয়া, রবিবার (১৫ মার্চ) হাওয়াল্লি, সোমবার (১৬ মার্চ) আহমেদি, মঙ্গলবার (১৭ মার্চ) আল আসিমা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ, যোগাযোগের সময় অবশ্যই সাথে থাকতে হবে সিভিল আইডি এবং পাসপোর্ট।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি পরে যারা কুয়েত প্রবেশ করেছেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন