চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

করোনা ভাইরাসমুক্ত সনদ লাগবে না কুয়েতগামীদের

সাদেক রিপন, কুয়েত সংবাদদাতা

৬ মার্চ, ২০২০ | ৩:৩৩ অপরাহ্ণ

কুয়েতগামী বাংলাদেশিসহ ১০টি দেশের নাগরিকদের জন্য লাগবে না করোনা ভাইরাস মুক্ত (কোভিট-১৯) সনদ। বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সবাহ আল খালেদ আল সাহবার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ ১০ দেশের নাগরিকদের জন্য দুদিন আগে জারি করা জরুরি ওই বিজ্ঞপ্তি বাতিল করেছেন। দেশটির আরব টাইমস ও কুয়েত টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে কুয়েতে যেতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলংকা, মিসর,তুরস্ক,লেবানন সহ ১০ দেশের নাগরিকদের আর মেডিকেল সার্টিফিকেটের (পিসিআর) প্রয়োজন নেই।

কিছু দেশের প্রযুক্তিগত সমস্যার কারণে কুয়েতের মন্ত্রিসভা পিসিআর পরীক্ষা স্থগিত করেছে। ৩ মার্চ কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশ থেকে কুয়েতে প্রবেশের ক্ষেত্রে করোনাভাইরাস মুক্ত থাকার সনদ দেখাতে হবে। রবিবার (৮ মার্চ) থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। এছাড়া কুয়েত সরকারের ঐ বিবৃতিতে আরো বলা হয়েছিল, করোনাভাইরাস মুক্ত থাকার সনদ সাথে না আনলে বাংলাদেশসহ ১০টি দেশের কর্মীদের কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না এবং একই বিমানে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো হবে। সেক্ষেত্রে কুয়েত সরকার কোন খরচ বহন করবে না। পরে ৫ মার্চ তারা সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন