চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সৌদি আরবে করোনাভাইরাস ঠেকাতে প্রস্তুত ২৫ হাসপাতাল

কামাল পারভেজ অভি, সৌদি সংবাদদাতা

২ মার্চ, ২০২০ | ৪:২৬ অপরাহ্ণ

সৌদি আরবে মরণঘাতী করোনাভাইরাসে সংক্রমিতদের চিকিৎসার জন্য আগে থেকেই ২৫টি হাসপাতাল প্রস্তুত রেখেছে দেশটির সরকার। এছাড়াও কোয়ারেন্টাইন করার জন্য হাসপাতালের ২ হাজার ২শ সিট বরাদ্দ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত সৌদি আরবের কোনো নাগরিক করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়নি। রবিবার (১ মার্চ) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের দেয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ‘আরব নিউজ’।

মুখপাত্র আরো জানান, মহামারী আকারে ছড়িয়ে পড়া অঞ্চলগুলো থেকে সৌদি আরবের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে গত সপ্তাহে করোনাভাইরাস আতঙ্কে ওমরাহ ও হজের ভিসা প্রদান করা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব।  এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ২ হাজার ৯১২ জনই চীনা নাগরিক। আর আক্রান্ত হয়েছে ৮৫ হাজারের বেশি মানুষ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট