চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দুলাল নিহত

অনলাইন ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৯ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে সন্ত্রাসীদের গুলিতে দুলাল নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিজ দোকানে খুন হয়েছেন। বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা উপজেলার দুলাল নামে ওই বাংলাদেশি ব্যবসায়ী নিহত হন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সি বাড়ির মালেক সর্দারের ছেলে দুলাল বিগত ২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটে মাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমায়। প্রথমে অন্যের দোকানে চাকরি করে পরে নিজেই ব্যবসা শুরু করেন কুইন্সটাউন শহর এলাকায়।

ওইদিন রাতে আফ্রিকার অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দোকানে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। বাধা দিলে সন্ত্রাসীরা মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত দুলালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এ সময় উপস্থিত এলাকাবাসী ও স্বজনরা চোখের পানি ধরে রাখতে পারেনি। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার জানান, তিনি বিষয়টি শুনেছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট