চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৫ বছর মেয়াদি ফ্যামিলি ভিসা দেবে কাতার

অনলাইন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ১২:৪৫ অপরাহ্ণ

কাতারে কর্মরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের ফ্যামিলি রেসিডেন্স ভিসা দিবে কাতার সরকার। এখন থেকে ফ্যামিলি ভিসার মেয়াদ হবে ৫ বছর। পূর্বে এই ভিসা দেওয়া হতো ১ মাসের জন্য, যা সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত বাড়ানো যেত।

দেশটিতে বৈধভাবে কর্মরতরা চাইলে তাদের পরিবারের সদস্যদের কাতারে নিয়ে আসতে পারবেন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছর জুলাইয়ে বাংলাদেশি প্রবাসীদের হাতে নেপালের দুই নাগরিক খুন হওয়ার পর কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করে দেয় কাতার সরকার। এতে বাংলাদেশ থেকে দেশটিতে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায়।

সাময়িক বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে কাতারের শ্রমবাজার। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করায় দুই দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের আসর বসবে কাতারে। এ উপলক্ষে দেশটিতে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। এজন্য বিদেশি জনশক্তিকে কাজে লাগাতে চায় কাতার। এক্ষেত্রে, বিদেশি কর্মী নিয়োগে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট