চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাংবাদিকদের ওপর হামলায় সৌদি আরবে প্রতিবাদ সভা

সৌদি আরব সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি, ২০২০ | ৯:০২ অপরাহ্ণ

পুরান ঢাকার নয়াবাজারে বন্ড চোরাচালানের বিরুদ্ধে সংবাদ সংগ্রহের সময় নিউজ টোয়েন্টিফোর টিমের ওপর হামলাকারী অবৈধ বন্ড সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করে সৌদি আরবর প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)। রিয়াদের বাথা এনাম কফি হাউজে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এটিএন বাংলা ও আরটিভির সৌদি আরব ব্যুরো প্রধান মোহাম্মদ আবুল বশির।

প্রসাফ’র সাংগঠনিক সম্পাদক নিউজ টোয়েন্টি ফোর ও বাংলাদেশ প্রতিদিনের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আল-আমীনের পরিচালনায় বক্তব্য রাখেন, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, দপ্তর সম্পাদক সময় টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান, প্রচার সম্পাদক এ.কে আজাদ লিটন, অন্যতম সদস্য বিডিনিউজের সৌদি আরব প্রতিনিধি শেখ লিয়াকত আহমেদ, যমুনা টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার, এনামুল হক ভুইয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারে তার ব্যবস্থা সরকারকেই করতে হবে।

 

 

পূর্বকোণ/অভি-আরপি

শেয়ার করুন