চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খাইবার অঞ্চল খাইবার যুদ্ধ

৩ জুন, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

খাইবারের স্থানটি মদিনা থেকে উত্তর-পশ্চিম দিকে ১৫০ কিমি দূরে অবস্থিত। এখানে ইহুদিদের ৬টি দুর্গ ছিল। এই সব দুর্গে ছিলো ২০ হাজার ইয়াহুদী যোদ্ধা। হিজরি সপ্তম সনের মুহররাম মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ষড়যন্ত্রের অন্যতম প্রধান কেন্দ্র খাইবারের দিকে দৃষ্টি দেন। ষোল শত যোদ্ধা নিয়ে তিনি খাইবার এসে পৌঁছেন। খাইবার ছিলো ৬টি দুর্গ। এই সব দুর্গে ছিলো ২০ হাজার ইয়াহুদি যোদ্ধা। ইয়াহুদিরা কোনরূপ সন্ধি করতে রাজি হলো না। মুসলিম বাহিনী দুর্গগুলো অবরোধ করে। মাঝে-মধ্যে কয়েকটি খ-যুদ্ধ হয়। বিশদিন পর্যন্ত যুদ্ধ চলে। অবশেষে আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করেন। এই যুদ্ধে ৯৩ জন ইয়াহুদি নিহত হয়। ১৫ জন মুসলিম শহীদ হন। খাইবার জমি মুসলিমদের দখলে আসে। ইয়াহুদিরা ফসলের অর্ধাংশ প্রদান করার শর্তে এই সব জমি চাষাবাদের অধিকার প্রার্থনা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রার্থনা মনজুর করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট