চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিআইইউতে ফটোনিক ক্রিস্টাল ফাইবার বিষয়ক দিনব্যাপী সেমিনার

বিজ্ঞপ্তি

৩ নভেম্বর, ২০১৯ | ৮:৫৫ অপরাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘ফটোনিক ক্রিস্টাল ফাইবার সেন্সর’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ সেমিনারের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীরা ছাড়াও তাদের শিক্ষকরা উপস্থিত ছিলেন। একদিকে, তথ্য উপাত্ত, অন্যদিকে গবেষণার সচিত্র চিত্র।

ফাইবার সেন্সরের নানা দিক নিয়ে সেমিনারে প্রধান বক্তার বক্তব্য দেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপলই) বিভাগের প্রভাষক ও তরুণ গবেষক মেহের নিগার। তিনি উদাহরণ টেনে আধুনিক যুগে ফটোনিক ক্রিস্টাল ফাইবারের বিভিন্ন কাঠামো, সিমুলেশন প্রক্রিয়া, এপ্লিকেশন, কাঠামো ডিজাইন, অপটিক্যাল ফাইবারের সঙ্গে সম্পর্ক, ফাইবারের দৈর্ঘ্য, কাজের ধরণ, প্যারামিটার্স, সীমাবদ্ধতা, সম্ভাবনাসহ সংশ্লিষ্ট একাধিক বিষয়গুলো তুলে ধরেন চমৎকারভাবে।

সিআইইউ’র স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ও ফ্যাকাল্টি এডভাইজার ড. মোহাম্মদ রেজাউল হক খানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বর্তমান ডিন ড. আসিফ ইকবাল, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক গোলাপ কান্তি দে, মো. রবিউল হোসাইন, হাবিবুর রহমান, ইরতিজা চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি।

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট