চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জিপিএ ৫-এ কোতোয়ালী পাশের হারে সেরা সাতকানিয়া

৩১ ডিসেম্বর, ২০১৮ | ১:১৯ অপরাহ্ণ

পাশের হারের দিক দিয়ে চট্টগ্রাম জেলায় প্রথম স্থানে রয়েছে সাতকানিয়া উপজেলা। সেখানে পাশের হার হচ্ছে ৯৯.৯৫ শতাংশ। সাতকানিয়া উপজেলায় ৭ হাজার ৫০৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ হাজার ৫০৪ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হরে দ্বিতীয় স্থানে রয়েছে নগরীর কোতোয়ালী থানা। তবে জিপিএ-৫ এ শীর্ষে রয়েছে কোতোয়ালী। সেখানে পাশের হার হচ্ছে ৯৯.৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬০৯ জন শিক্ষার্থী। কোতোয়ালী থানায় ৬ হাজার ৯১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৮৮৩ শিক্ষার্থী। পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে বাঁশখালী উপজেলা। সেখানে পাশের হার হচ্ছে ৯৯.৪৬ শতাংশ। বাঁশখালী উপজেলা থেকে ৮ হাজার ৬৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। ৯৯.০০ শতাংশ পাশ করে চতুর্থ স্থানে রয়েছে বন্দর থানা। সেখানে ৭ হাজার ৩২০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৭ হাজার ২৪৭ জন শিক্ষার্থী। ৯৮.৮০ শতাংশ হারে পাশ করে পঞ্চম স্থানে রয়েছে পাহাড়তলী থানা। সেখানে ৫ হাজার ৯৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট