চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘আনন্দ ভাগাভাগি করতে পারিনি, দুঃখিত’

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০১৯ | ২:০৩ অপরাহ্ণ

‘আনন্দ ভাগাভাগি করতে পারিনি তাই আমি দুঃখিত। আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ‘প্রতিবছর আমি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন উপস্থিত থাকি। এবার আমি লন্ডনে থাকায় সেই মূহুর্তুটাকে মিস করেছি। এ জন্য তোমাদের কাছে দুঃখপ্রকাশ করছি।’

আজ সোমবার (৬ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত ভাষণ পড়ে শোনান।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে দেশমাতৃকার সেবায় তোমাদের এগিয়ে আসতে হবে। তোমাদের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন সেটা পূরণের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমাদের সেই স্বপ্ন পূরণের জন্য তোমাদের যোগ্য ও সৎ নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য পরিশ্রম করতে হবে।

দেশের আটটি বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সকালে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে হস্তান্তর করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট