চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নটরডেমসহ ঢাকার ৪ কলেজের আলাদা ভর্তি কার্যক্রম স্থগিত

নটরডেমসহ চার কলেজে ভার্চুয়াল ভর্তি পরীক্ষার অনুমতি

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২০ | ১০:০৫ অপরাহ্ণ

নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজকে ভার্চুয়ালি ভর্তি পরীক্ষা নিয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২৮ জুলাই) কলেজগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

চিঠিতে আগামী ৯ থেকে ১৪ অগাস্টের মধ্যে এসব প্রতিষ্ঠানের একাদশ শ্রেণিতে ভার্চুয়ালি লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়া হয়েছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি ফি সোনালী সেবার মাধ্যমে প্রতি শিক্ষার্থীর জন্য ৩৫০ টাকা (আবেদন ফি ৫০ টাকা, বোর্ডের প্রাথমিক নিশ্চয়ন ফি ২০০ টাকা এবং ডেটা এন্ট্রি ফি ১০০ টাকা) জমা দিয়ে ছক আকারে তা আগামী ৩০ অগাস্টের মধ্যে বোর্ডে পাঠাতে হবে। কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে এই চারটি কলেজ এবার ভর্তি পরীক্ষা না নিয়ে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করাবে বলে ঢাকা বোর্ডকে জানিয়েছিল। এরপর বোর্ড থেকে এই চারটি কলেজকে আলাদাভাবে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়া হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট