চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চবির অতীশ দীপংকর হলের প্রভোস্ট রেজাউল করিম

চবি সংবাদদাতা

৫ জুলাই, ২০২০ | ৫:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনির্মিত অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলের প্রতিষ্ঠাতা প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার তাকে হলটির প্রভোস্ট হিসেবে নিয়োগ দেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আজ রবিবার (৫ জুলাই) অধ্যাপক রেজাউল করিম এ হলে যোগদান করেন। আগামী এক বছর তিনি এই পদে বহাল থাকবেন।

প্রভোস্ট রেজাউল করিম বলেন, ‘ভিসি ম্যামের প্রতি কৃতজ্ঞতা, তিনি হলটির প্রথম প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আবাসিক শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাব। এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট