চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এসএসসি’র ফল প্রকাশ ঈদের পর

অনলাইন ডেস্ক

১৯ মে, ২০২০ | ৫:৪৮ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও ঈদের আগে ফল প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

একটি জাতীয় পত্রিকার সঙ্গে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শিক্ষাবোর্ডগুলো এবার আরও সহজে আগে আগে খুদে বার্তার মাধ্যমে ফল জানার ব্যবস্থা করেছে। গতকাল সোমবার থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। যারা এই প্রাক নিবন্ধন করবে তারা প্রথম দিকে ফল পাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও এসএমএস-এর মাধ্যমে ফল জানা যাবে। নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name ( প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ফলাফল রেডি করা আছে। শুধু সরকারের অনুমতি বাকি। সরকার অনুমতি দিলেই ফলপ্রকাশ করা হবে।

প্রসঙ্গতঃ গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবারে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।

পূর্বকোণ/ এস

শেয়ার করুন