চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চবি শিক্ষার্থীদের তৈরি অ্যাপ জানাবে করোনা সংক্রমিত কিনা

নিজস্ব সংবাদদাতা, চবি

৩ এপ্রিল, ২০২০ | ২:৪৭ পূর্বাহ্ণ

সর্দি, কাশি হলেই কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়ছেন। বুঝতে পারছেন না আপনি করোনা সংক্রমিত কিনা? এর উত্তর জানাবে ‘করোনা ইনফো’ অ্যাপ। অ্যাপটি তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কয়েকজন শিক্ষার্থী। তারা হলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মমশাদ দিনুরী, আব্দুল্লাহ জুনায়েদ খান ও মাহবুবুর রহমান।
মমশাদ দিনুরী জানান, ‘করোনা মহামারীতে নিজেদের দায়িত্ববোধ থেকে অ্যাপটি তৈরি করেছি। আমাদের বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ ইফতেখার মাহমুদ স্যার আমাদের এ বিষয়ে উৎসাহ এবং সহযোগিতা করেন। আমরা অ্যাপটি ১ এপ্রিল লঞ্চ করেছি।’ তিনি বলেন, ‘এই অ্যাপটির মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর দিয়ে প্রাথমিকভাবে জানতে পারবেন আপনার বর্তমান অবস্থা কি। এই তথ্যগুলো একটা সেন্ট্রাল সার্ভারে থাকবে। প্রতিটি ডাটাকে গুরুত্বভেদে বিভিন্ন লিস্ট করে সেই লিস্ট অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। অ্যাপটির মাধ্যমে নিজের এবং নিজের পরিবারের সদস্যদের তথ্য দিতে পারবেন। আপনাদের সহায়তায় পুরো বাংলাদেশের একটা ডিজিটাল ট্র্যাকিং ম্যাপ তৈরি হবে, যার ফলে রেসপন্স করা খুবই সহজ হবে। আপনি হিটম্যাপ থেকে বিভাগের তথ্য এবং বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতিও দেখতে পারবেন। ‘করোনা ইনফো’ অ্যাপটি নিয়ে সরকারের a2i প্রজেক্টের অধীনে ÔC19 Emergency Group bangladesh’ এ কাজ করা হচ্ছে।’
জানা যায়, অভিজ্ঞ ডাক্তারদের একটি গ্রুপের মাধ্যমে করোনা রোগী চেনার জন্য বেশকিছু প্রশ্ন বাছাই করা হয়েছে। যেগুলার উত্তর সাবমিট করে ব্যবহারকারী প্রাথমিকভাবে তার করোনার লক্ষণ আছে কিনা বুঝতে পারবেন। আর এই প্রশ্নগুলার উত্তর সরকারের একটা ডাটাবেজে সংরক্ষিত হয়। এই ডাটাবেজের লিস্ট দেখে সরকার যদি মনে করে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা দরকার তখন, ব্যক্তির লক্ষণ সাবমিট করার সময় জমা দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হবে। কিন্তু প্লে-স্টোর করোনা রিলেটেড অ্যাপগুলো গ্রহণ করছে না বিধায় এই অ্যাপসটিতে ডাউনলোড লিংক ব্যবহার করা হয়েছে। এছাড়া সেবা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন…
ফোন: ০১৪০৭৮৬৯২৯৪ মেইল [email protected], Facebook page link: https://www.facebook.com/zeroth.index/ অ্যাপটি ডাউনলোড করার লিংকঃ https://com-tne-selfreportingapp.en.aptoide.com/app?store_name=zeroth.index-বিজ্ঞপ্তি

শেয়ার করুন