চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনাভাইরাস : স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২০ | ৮:০৮ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে সরকার। তার ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে ‘অনিবার্য কারণবশত’ ১৭-৩১ মার্চ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তের কথা সরকারের বিবরণীতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা উল্লেখ করে জাতীয় বিশ্বদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ হওয়ার প্রেক্ষিতে পরীক্ষাসমূহ স্থগিত হয়েছে। তবে পরবর্তীতে স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত তারিখ ও সময় জানানো হবে।

তিনি আরো বলেন, ‘এ সিদ্ধান্ত নেয়া হয়েছে করোনার প্রাদুর্ভাবের মধ্যে সতর্কতমূলক পদক্ষেপ হিসেবে। শিক্ষার্থীদের এই সময়ে বাড়িতে থাকার বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। এ সিদ্ধান্ত কোচিং সেন্টারের ক্ষেত্রেও কার্যকর থাকবে।’

এর আগে, সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা জানান।

তবে জানা যায়, পরীক্ষা-ক্লাস বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম চলবে, খোলা থাকবে আবাসিক হলগুলোও।

 

 

 

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট