চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হল ছাড়ছেন চুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১৬ মার্চ, ২০২০ | ২:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে পড়েছে ‘করোনা’ ভাইরাসের ভয়। ক্যাম্পাসে বিরাজ করছে করোনা আতঙ্ক। হল ছেড়ে নিজের বাড়ি চলে যাচ্ছে দলে দলে শিক্ষার্থীরা। একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, করোনা নামক ভাইরাসের সংক্রমণের ভয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হচ্ছে তারা । তবে চুয়েট প্রশাসন হল পরিষ্কার পরিচ্ছন্ন ও শিক্ষার্থীদের মাস্ক প্রদান এবং স্যানিটেশন ব্যবস্থা জোরদার করেছেন বলে জানিয়েছে। চুয়েট ক্যাম্পাস পরিদর্শন করে দেখা যায়, বহু শিক্ষার্থী প্রতিদিন ক্যাম্পাস ত্যাগ করে বাড়ি চলে যাচ্ছে। গতকাল রবিবার ও শনিবার রাতে শিক্ষার্থীদের হাতে ব্যাগ নিয়ে চুয়েট গেইটে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলে, আমরা ভয়ে আছি আমাদের জীবন বাঁচাতে বাধ্য হয়েই আমরা হল ছাড়তে বাধ্য হচ্ছি। এদিকে রাতে ফাঁকা হয়ে পড়ছে হলগুলো। তারা বলছে বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর আমাদের আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা ভয়ের মধ্যে পড়েছি। তাই বাড়ি চলে যাচ্ছি। এ প্রসঙ্গে চুয়েটের ভিসি প্রফেসর ড. রফিকুল আলমের কাছে গতকাল রবিবার রাতে জানতে চাইলে তিনি কিছু কিছু শিক্ষার্থী করোনার ভয়ে বাড়ি ফেরার কথা স্বীকার করে বলেন ‘এখনো সব শিক্ষার্থী হল ত্যাগ করেনি। আমরা শিক্ষার্থীদের করোনা নিরাপত্তার জন্য মাস্ক দিচ্ছি, হলগুলো পরিষ্কার রাখছি। স্যানিটেরাইজ ব্যবস্থা জোরদার করা হয়েছে। জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে।’
এবিষয়ে জানতে চাইলে চুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন ‘এখনো আমাদের ক্যাম্পাসে কোনো রকম জটিল পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমাদের ক্যাম্পাস পরিষ্কার ও পরিচ্ছন্ন আছে। যারা চলে যাচ্ছে তাদের মনে হয় পরিবার থেকে বলা হয়েছে হল ত্যাগ করতে। কিন্তু এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি শিক্ষার্থীদের হল ছাড়তে হচ্ছে। তিনি আরোও বলেন, চুয়েট প্রশাসন থেকে এখনো ক্যাম্পাস বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসেন তাহলে আমরা ক্যাম্পাস বন্ধ করার ঘোষণা দিব।

শেয়ার করুন