চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

চবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, চবি

১৬ মার্চ, ২০২০ | ২:৩৮ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী মরণঘাতী রূপ নিয়েছে ‘করোনা ভাইরাস’। দ্রুত ছড়িয়ে যাচ্ছে সারাবিশ্বে। এতে আতঙ্কে দিনানিপাত করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্যাম্পাস বন্ধের দাবিও করছেন অনেকে। বিশ্বের বিভিন্ন দেশে সকল রেস্তোরাঁ, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ রোগের প্রকোপ না কমা পর্যন্ত তাই ক্যাম্পাস বন্ধ চায় শিক্ষার্থীরা।
এদিকে প্রশাসন বলছে দেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। তাদের সঙ্গে পরামর্শ করে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সরকার কিছু না বললে আমরা কিছু বলতে পারব না।
সর্বশেষ গতকাল রোববার চারটি বিভাগের শিক্ষার্থীরা করোনা ভাইরাস অতঙ্কে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। বিভাগগুলো হলো, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কম্পিউার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইতিহাস বিভাগ।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুজয় চৌধুরী বলেন, ‘করোনা থেকে রক্ষা পেতে এখনি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা উচিত। কেউ আক্রান্ত হওয়ার আগে কর্তৃপক্ষ বন্ধের সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীরা উপকৃত হবেন। বিশ্ববিদ্যালয় বন্ধ না করে শাটল ও শ্রেণিকক্ষের জনসমাগম কমানো সম্ভব নয়।’
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান শান্ত বলেন, ‘ক্লাস-পরীক্ষা বন্ধের দাবিতে আমরা লিখিত আবেদন নিয়ে চেয়ারম্যান স্যারের কাছে গিয়েছিলাম। স্যার বলেছেন বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিলে তবেই ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে পারবেন। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, করোনা ভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত আজ থেকে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করবো।’
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. আব্দুল আলীম বলেন, ‘আমি ছুটিতে ছিলাম, আজকে এসে জয়েন করেছি। এসে দেখি শিক্ষার্থীরা নেই। বর্জনের বিষয়টা তাদের কোর্স কো-অর্ডিনেটরকে জানিয়েছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত ছাড়া এটা সম্ভব নয়।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। উপাচার্য মহোদয় এখন ঢাকায় মিটিংয়ে আছেন। তিনি আসলে এ বিষয়ে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেয়ার করুন