চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পিতামাতার ভরণ-পোষণ প্রসঙ্গে

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:৩১ পূর্বাহ্ণ

আধুনিক সমাজ ব্যবস্থায় যৌথ পরিবার প্রথা প্রায় নেই বললেই চলে। যৌথ পরিবারগুলো ভেঙে সৃষ্টি হচ্ছে একক পরিবার। আর এতে সবচেয়ে দুর্ভোগে পড়ছেন পরিবারের প্রবীণ সদস্যরা বিশেষ করে প্রবীণ বাবা-মা। বাবা-মাকে ভালোবাসতে হবে,তাদের দায়িত্ব পালন করতে হবে এটি সব সন্তানেরই জানা। কিন্তু কতজন সন্তান সে দায়িত্ব সঠিকভাবে পালন করছেন? বর্তমান সমাজ ব্যবস্থায় বাবা-মার প্রতি সন্তানদের আবেগ অনুভূতি নষ্ট হচ্ছে। ধীরে ধীরে নষ্ট হচ্ছে সামাজিক মূল্যবোধ। তাই তো আজ প্রয়োজন পড়ছে আইন করে বাবা-মার দায়িত্ব গ্রহণে সন্তানকে বাধ্য করার। বাংলাদেশ সরকার বাবা-মাকে দেখভালের জন্য ২০১৩ সালে একটি আইন পাস করেছে। কিন্তু ওই আইন সম্পর্কে আমরা কতজনই বা জানি। অথচ আইন সবার জানতে হবে,সবাইকে জানাতে হবে। পরিশেষে বলবো, আমরা চাই না আইন করে পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে। আমরা চাই প্রবীণবান্ধব একটি বাংলাদেশ। যে বাংলাদেশের রাষ্ট্র,সমাজ,পরিবারসহ প্রতিটি মানুষ প্রবীণদের ভালোবাসবে। সন্তানরা পিতা-মাতার দায়িত্ব গ্রহণ করবে। যাদের সন্তান নেই বা অসহায় প্রবীণ তাদের দায়িত্ব রাষ্ট্র কতৃক নিশ্চিত হবে।

মো. ইরফান চৌধুরী
আকবরশাহ্, চট্টগ্রাম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট