চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নকল ঔষধ প্রতিরোধে কঠোর হওয়া জরুরি

৬ অক্টোবর, ২০১৯ | ১২:২৭ পূর্বাহ্ণ

মানুষের জীবন বাঁচাতে ঔষধ অতি প্রয়োজনীয়। জীবন রক্ষার জন্য ঔষধ সেবন করে যদি জীবন নাশ হয় তখন চিকিৎসার কোন মানে থাকে না। অথচ আমাদের দেশে অন্যায় কাজটি অহরহ করে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। অভিযানে ধরা পড়ছে নকল ঔষধ। ধরাছোঁয়ার বাইরে থাকছে অপরাধীর সিন্ডিকেট। কদিন পর আবার পাইকারী বাজার হয়ে খুচরো দোকানে অতি সহজেই হুবহু প্যাকেট আর মোড়কে নকল ঔষধ চলে যাচ্ছে রোগীর কাছে। এই নকল ঔষধ জীবন বাাঁচানোর নামে কেড়ে নিচ্ছে মানুষের দামি জীবন। বিকাশমান ঔষধশিল্প আমাদের জন্য ভালো, কিন্তু নকল আর প্রাণঘাতী ঔষধ উৎপাদন ও বিপণন শুধু অপরাধ নয় অমানবিক। জনস্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সংশ্লিষ্টরা ওয়াকিবহাল থাকার পরও ভেজাল-নকল ঔষধ বিক্রি হচ্ছে। তারা মুখে বলছেন নকল বিরোধী সোচ্চার থাকার কথা, অথচ অবৈধভাবে ব্যবসাও চলছে দেদারছে। ঔষধের পাইকারি ও বড় মার্কেট মিটফোর্ট থেকেই সারা দেশে নকল ঔষদের চালান যাচ্ছে বলে জানা গেছে। নকল ঔষধ প্রস্তুতকারকদের প্রতারণায় আর যেনো কোন রোগী না ঠকে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর হবেন এই প্রত্যাশা।

সফিউল্লাহ আনসারী
গণমাধ্যমকর্মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট