চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ব্যটারি রিক্সা

খোকন মজুমদার রাজীব

৭ মে, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

মেয়েকে স্কুলে নেওয়ার পথে দ্রুতগতিতে একটি ব্যটারিচালিত রিক্সা আমাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আমি উঠে দেখি আমার পায়ে খুব রক্ত ঝড়ছে এবং অনেকখানি কেটে গেছে। পরে আমি একটি সিএনজি নিয়ে মেডিকেলে গেলে কর্তব্যরত ডাক্তার আমার পায়ে আটটি সেলাই করে এবং চিকিৎসা সেবা দেন। কিন্তু দুঃখের বিষয় এতো আদেশ, নির্দেশ, অভিযানের পরেও এসব অবৈধ ব্যটারি চালিত রিক্সাগুলো চলছে।
ব্যাটারি রিক্সার মালিকদের হাত কি আইনের চেয়েও শক্তিশালী? হাইকোর্টের আদেশ অমান্যকারীদের প্রতিহত করার দায়িত্ব কার, আদালত, প্রশাসন, নাকি সাধারণ জনগণের। আজ ব্যটারিচালিত রিক্সার কারণে অনেক লোক পঙ্গুত্ব বরণ করেছে। কেউ কেউ মৃত্যুকেও বরণ করেছে। এ ধরনের দুর্ঘটনা আগামীতেও দেখতে হবে। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্টরা কেনো নীরব থাকবে?

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট