চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মোহাম্মদ নাসিরউদ্দিন

৩ মে, ২০১৯ | ১২:৫৫ পূর্বাহ্ণ

 

(১৮৮৮-১৯৯৪) : জন্ম. পাইকারদী গ্রাম, চাঁদপুর, ১৭ ডিসেম্বর, ১৮৮৮। সাময়িকপত্র সম্পাদক। এক সাধারণ গৃহস্থ পরিবারে জন্ম। প্রাইমারি স্কুলে পাঠ শেষ করে স্থানীয় চালিতাতলী অ্যাডওয়ার্ড ইনস্টিটিউশনে ভর্তি। সেখানে কয়েক ক্লাস পর্যন্ত অধ্যয়ন। পিতৃবিয়োগ ও দারিদ্র্যজনিত কারণে হাই স্কুলের পাঠ ত্যাগ। সংসারের ব্যয় নির্বাহের জন্য স্টিমার কোম্পানির স্থানীয় নরসিংহপুর ঘ াটের স্টেশন মাস্টারের সহকারী পদে চাকরি গ্রহণ। ১৯১০-এ ওরিয়েন্টাল ইনসিওরেন্স কোম্পানির চাঁদপুর শাখার এজেন্ট নিযুক্ত। সাময়িকপত্র প্রকাশ করে তার মাধ্যমে প্রচার কার্য দ্বারা এর প্রতিকার বিধানে ব্রতী। কলকাতা থেকে সচিত্র মাসিক সাহিত্যপত্র ‘সওগাত’ (১৯১৮) প্রকাশ ও সম্পাদনা তাঁর জীবনের প্রধান কীর্তি। এতে নবীন-প্রবীণ মুসলমান সাহিত্যক ম-লীর মুক্তবুদ্ধি ও স্বাধীন চিন্তা-সমৃদ্ধ রচনা প্রকাশ করে পশ্চাৎপদ মুসলমান সমাজকে প্রগতির পথে নিয়ে যান। সেকালের বঙ্গীয় মুসলমান সামজের বই ও পত্র-পত্রিকায় ছবি ছাপার রেওয়াজ ছিল না। গোঁড়া মুসলমান সমাজের অন্ধ সংস্কার উপেক্ষা করে তৎকর্তৃক সওগাতে কবি-সাহিত্যিক, ঐতিহাসিক ব্যক্তিত্ব ও বিদুষী মহিলাদের ছবি ও সমাজ-মানুষের নানা অসঙ্গতির কার্টুন প্রকাশ। কলকাতায় ‘সওগাত প্রেস’ নামে কালার প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠা (১৯২৬)। একই সময়ে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের মিলনকেন্দ্র ও আলোচনার কেন্দ্রস্থল হিসেবে ‘সওগাত সাহিত্য মজলিস’ গঠন (১৯২৬)। কবি কাজী নজরুল ইসলামের অন্যতম সুহৃদ ও পৃষ্ঠপোষক। নজরুল ছিলেন ‘সওগাত সাহিত্য মজলিসের মধ্য মণি। সচিত্র সাপ্তাহিক মহিলা সাহিত্যপত্র ‘বেগম’ (১৯৪৭) প্রতিষ্ঠা তাঁর আর একটি উল্লেখযোগ্য কীর্তি। দেশ বিভাগের (১৯৪৭) পর ১৯৫৪-তে ‘সওগাত’ ও ‘বেগম’ কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর। ঢাকার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত। বাংলা একাডেমীর ফেলো, জাতীয় যাদুঘর ট্রাস্টি বোর্ডের সদস্য ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। বাংলা একাডেমীর সম্মাননা পুরস্কার (১৯৭৫), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা দিবস পুরস্কার ও ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন পুরস্কার লাভ। কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের পুরস্কৃত করার জন্য নিজের নামে ‘নাসিরউদ্দীন স্বর্ণপদক’ প্রবর্তন (১৯৭৬)। প্রকাশিত গ্রন্থ : শিরি-ফরহাদ (উপন্যাস), আল্লার নবী মোহাম্মদ (দ.) বাংলা সাহিত্যে সওগাত যুগ, সওগাত যুগে নজরুল ইসলাম। বঙ্গীয় মুসলমান সমাজের জাগরণের অন্যতম অগ্রনায়ক। মৃত্যু. ঢাকা ২১ মে ১৯৯৪।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট