চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সড়কদুর্ঘটনা প্রতিরোধে টেকসই উদ্যোগ চাই

৯ মার্চ, ২০২০ | ৩:৪২ পূর্বাহ্ণ

সড়কদুর্ঘটনা এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন একটা দিন নেই, যেদিন সড়ক রক্তাক্ত হচ্ছে না, যেদিন প্রিয়জন বিয়োগের শোকের অন্ধকারে ছেয়ে যাচ্ছেনা কোনো পরিবার। পত্রিকার পাতা খুললে কিংবা টেলিভিশনের খবরে চোখ রাখলে প্রতিনিয়ত দুর্ঘটনা আর অকাল মৃত্যুর খবর চোখে পড়ে। বর্তমানে সড়কদুর্ঘটনা যে ব্যাপক আকার ধারণ করেছে তার পিছনে রয়েছে অসংখ্য কারণ। চালকদের অবহেলা ও বেপরোয়া গাড়ি চালানোর মাঝে অন্যতম। এছাড়া সংস্কারের নামে রাস্তা কেটে তা যথাসময়ে ও যথাযথভাবে মেরামত না করাও আরেকটা কারণ। রাস্তাঘাটে ত্রুটিপূর্ণ যানবাহন ও চালকের সুনির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান না করাও সড়কদুর্ঘটনার জন্য দায়ী। সড়কদুর্ঘটনার আরেক প্রধান কারণ হলো আইনের অবহেলা বা হাত-পা, প্রাণ হারানোর মামলাগুলো হেলাফেলায় ফেলে রাখা। উপযুক্ত সাজা প্রদানের অভাবেও এ সমস্যা থেকে রেহায় পাওয়া যাচ্ছে না। ফুটপাত বেদখল, পার্কিং এর অব্যবস্থাপনা, চালকদের ডাবল শিফটিং এগুলোও অন্যতম কিছু কারণ। সড়কদুর্ঘটনা কমাতে প্রথমে নাগরিক সচেতনতা সৃষ্টি করতে হবে। শুধু গাড়িচালক নয়, পথচারীদেরও যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চলতে হবে। গাড়ি চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালনা বন্ধ করতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এলাকাভিত্তিক কাউন্সিলিংসহ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। যানজট নিরসনে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তবেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ হবে এবং দেশ এই অভিশাপ থেকে মুক্তি পাবে।

ফারজানা ইয়াসমিন/নুশরাত জাহান
আইন বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট