চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

অবৈধ ইটভাটায় বিপন্ন পরিবেশ

৮ মার্চ, ২০২০ | ২:২৭ পূর্বাহ্ণ

বর্তমানে পরিবেশ দূষণ যেন মানুষের জীবনের সাথে মিশেই গেছে। আর এই পরিবেশ দুষণের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হলো আইন না মেনে ইটভাটা নির্মাণ করা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮ ধারাতে উল্লেখ আছে ‘কৃষি জমি, আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকার অভ্যন্তরে’ কোন ব্যক্তি ইটভাটা স্থাপন করতে পারবে না। কুচক্রী মহল এসব কিছু তোয়াক্কা না করে আইন বহির্ভূতভাবে ইটভাটা নির্মাণ করেই যাচ্ছে দিনের পর দিন। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি বিপন্ন হচ্ছে ফসলের মাঠ। জেলা প্রশাসন থেকে চিমনি পর্যাপ্ত পরিমাণ উঁচু করতে বললেও অজ্ঞাত কারণে তা মানা হচ্ছে না। ফলে হরহামেশাই পরিবেশ দূষিত হচ্ছে। আবাসিক এলাকার অভ্যন্তরে ইটভাটা নির্মাণের কারণে শব্দ দূষণ ও দুর্ঘটনা লেগেই আছে। তাছাড়া ইট প্রস্তুত কাজে ব্যবহৃত মাটি আনতে গিয়ে, মাটি যখন পাকা রাস্তার উপর পড়ে থাকে তখন বর্ষাকালে রাস্তা পিচ্ছিল হয়ে নানান দুর্ঘটনার শিকার হতে হয় পথযাত্রীদের। এজন্য পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি যে, বিষয়টি আমলে নিয়ে আশু পদক্ষেপ নিন।

আবুজার গিফারী
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট