চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নোংরা ও অশ্লীল সিনেমা বর্জন করুন

৩ মার্চ, ২০২০ | ১:১৯ পূর্বাহ্ণ

অশ্লীলতা মানে প্রগতিশীলতা নয়। মানুষ সামাজিক জীব। মানুষ সমাজ উপেক্ষা করে বসবাস করতে পারে না। আর মানব সমাজকে সুষ্ঠু ও বৈচিত্র্যয় রাখতে সুস্থ ও পরিমার্জিত বিনোদনের ভূমিকা দিনের আলোর ন্যায় প্রয়োজন। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে আমরা সুস্থ বিনোদন পাচ্ছি কতটুকু? সেটার উত্তর আজ অবধি প্রশ্নবিদ্ধ। আজও যখন আমরা দিনের কর্মব্যস্ততার মধ্যে শহরের রাস্তা ও শহরের ছোট গলি দিয়ে হাঁটতে থাকি তখন দেখি নোংরা ও অসামাজিক সিনেমার পোস্টার, যেটাতে নায়িকাদের খোলামেলাভাবে উপস্থাপন করা হয়েছে দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করার জন্য। এ বিষয়ে হল মালিকদের সাথে কথা বললেও সন্তোষজনক উত্তর পাওয়া যায় না। বরং তারা প্রতিনিয়ত অসামাজিক, নোংরা ও খোলামেলা সিনেমা একের পর এক তাদের হলগুলাতে চালিয়েই যাচ্ছে। এ কারণে আজ আমাদের যুব সমাজের অবক্ষয় ও তারুণ্যের সুষ্ঠু চিন্তার বিকাশ ঘটছে না। এমনকি হরহামেশাই ধর্ষণ সংঘটিত হতেও অনেকটা প্ররোচিত করছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে, নোংরা ও অসামাজিক সিনেমার পোস্টার ও অশ্লীল সিনেমা যাতে চলতে না পারে সে বিষয়ে আশু পদক্ষেপ নিন।

আবুজার গিফারী
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট