চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কিশোর অপরাধ প্রতিরোধে চাই সামাজিক আন্দোলন

২ ফেব্রুয়ারি, ২০২০ | ১:০৫ পূর্বাহ্ণ

বয়ঃসন্ধিকাল বা তৎপরবর্তী সময়টা একটি অত্যন্ত স্পর্শকাতর অধ্যায়। মূলত এ বয়সই একজন মানুষের বাকি জীবনের গতিবিধি নির্ধারণ করে দেয়। আন্দোলন, বিপ্লব, প্রতিবাদী মনোভাব এ বয়সে মানুষের রক্তে মিশে থাকে। অল্প প্রয়াসেই এ বয়সীদের অপরিপক্ক ও সরল মনে সঞ্চার করা যায় যেকোনো ধরনের মতাদর্শ বা মূল্যবোধ।

আমাদের চারপাশে ভালো-খারাপ দুই-ই আছে। আর সেই তরুণ যখন শুধু সমাজে সচ্চরিত্র, ন্যায়নিষ্ঠা এবং সর্বোপরি মানবিক গুণাবলিচর্চার অভাবে ভালোটি রেখে খারাপের দিকে ঝোঁকে তখনই সৃষ্টি হয় কিশোর অপরাধের। আর মাদকাসক্তি, যৌন হয়রানি ইত্যাদি বিষয় তারুণ্য বা কিশোর অপরাধের শাখা-প্রশাখা মাত্র। আর আজকাল তরুণদের আশঙ্কাজনক হারে জঙ্গিবাদে সম্পৃক্ততা হলো কিশোর অপরাধের নয়া সংস্করণ। রাষ্ট্রের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়, কোথাও কি আজ আদর্শ মানুষ গঠনের কাঁচামাল আছে? বই-পুস্তকের চেয়ে মানুষ বেশি শেখে চারপাশে দেখে বা শুনে। কৃষক চাষ না করে দিনের পর দিন জমিকে অবহেলায় ফেলে রাখলে সেখানে আগাছা হলে, সেই দোষ অবশ্যই কৃষকের। তরুণদের আদর্শ মানুষরূপে গড়তে পরিবারের একটি ভূমিকাও অনস্বীকার্য। পাশাপাশি রাজনীতিকদেরও থাকতে হবে স্বচ্ছ। কারণ তাঁরাই আজকের তরুণদের অনুসরণীয়।

আবদুল্লাহ্ আল হাদী সোহাগ
ব্যাংক কলোনি, সাভার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট