চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

শিল্পী হাসি চক্রবর্তী স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৩১ জানুয়ারি চট্টগ্রাম শিশু একাডেমিতে

২৫ জানুয়ারি, ২০২০ | ৩:২৬ পূর্বাহ্ণ

সত্তর দশকে বাংলাদেশের চিত্রশিল্পের যে প্রবল ধারাটি বিষয়ে ও রীতিতে আন্তর্জাতিকতার উদ্বোধন ঘটিয়েছিল, শিল্পী হাসি চক্রবর্তী সেই ধারার অন্যতম শিল্পী। আজ ২৫ জানুয়ারি এই বরেণ্য শিল্পীর জন্মদিন। খ্যাতিমান শিল্পী হাসি চক্রবর্তীর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামি ৩১ জানুয়ারি সকাল ৯টায় চট্টগ্রাম শিশু একাডেমী প্রাঙ্গনে অনুষ্টিত হবে। এতে চারটি বিভাগে প্রতিযোগিতা হবে। ক বিভাগ: বয়স ৬ বছর পর্যন্ত,খ বিভাগ: ৬-৯ বছর, গ বিভাগ: ৯-১১ বছর,ঘ বিভাগ: ১১-১৬ বছর। ছবির বিষয় প্রতিটি বিভাগে উম্মুক্ত রয়েছে। সেই সাথে মাধ্যমও ইচ্ছেমত। বয়স নিশ্চিত করতে জন্মনিবন্ধনের ফটোকপি সঙ্গে আনতে হবে। সেই সাথে ছবি আকাঁর কাগজ ছাড়া অন্যান্য সামগ্রী আনতে হবে। একইদিনে দুপুর ১২টায় পুরষ্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা । বিচারক মন্ডলী থাকবেন চট্টগ্রাম সরকারী কলেজে সাবেক শিক্ষক শিল্পী খাজা কাইয়ুম ও শিল্পী তাসাদ্দুক হোসেন দুলু। সভাপতিত্ব করবেন প্রতিযোগিতার আহবায়ক শিল্পী হাসি চক্রবর্তীর সহধর্মীনী ছায়া চক্রবর্তীর। উল্লেখ্য,এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার এটি পঞ্চম বছর।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট