চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আশেকানে মাইজভা-ারী বিশ্রামাগারের উদ্বোধন

২৩ জানুয়ারি, ২০২০ | ৪:০৯ পূর্বাহ্ণ

আলহাজ¦ হোছনে-আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে নব নির্মিত আশেকানে মাইজভা-ারী বিশ্রামাগার গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন শাহ্সুফী সৈয়দ সহিদুল হক মাইজভা-ারী, সাজ্জাদানশীন, দরবারে গাউছুল আজম মাইজভা-ারী, গাউছিয়া আহমদিয়া মন্জিল। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, এই বিশ্রামাগার প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে দুর-দুরান্ত থেকে পবিত্র মাজার শরীফ জেয়ারত করতে আসা মুসল্লিরা যাতে স্বাছন্দে বিশ্রাম করতে পারে। তাই মুসল্লীদের সুবিধার্থে বিশ্রামাগারে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা গোসলখানা, টয়লেট, বিশ্রামাগার ও অজু করার সুব্যবস্থা রাখা হয়েছে। এ সময় বিশেষ অতিথি ছিলেন সৈয়দ নজরুল হুদা মাইজভা-ারী, ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম, পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, পমাহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, মোহাম্মদ আলমগীর, বাদশাহ আলম, জসিম উদ্দিন, জাহিদুল হক, ওয়াসীম ও মাইজভা-ারীর ভক্ত ও মুরীদগণ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট