চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে স্বামী চিন্তাহরণ পুরীর আবির্ভাব উৎসব

২১ জানুয়ারি, ২০২০ | ৬:১২ পূর্বাহ্ণ

বাঁশখালীর জঙ্গল জলদীস্থ স্বামী চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রমে চিন্তাহরণ পুরীর ১০৪তম আবির্ভাব উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে গতকাল সম্পন্ন হয়। ১ম দিবসে যোগাশ্রমের অধ্যক্ষ মহানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠিত ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী। প্রধান বক্তা ছিলেন গবেষক ও অধ্যাপক শ্রীপতি দাশ। বিশেষ অতিথি ছিলেন পলাশ কান্তি নাথ রণী। আলোচনায় অংশ নেন প্রাক্তন রতন দাশ, ডা. সুরঞ্জন ধর, যোগবিদ ভগীরত দে। ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানে ভজনগীত পরিবেশন করেন সুজন সুশীল, নিশান দাশ, ইন্দ্রা দাশ, সপ্তর্ষী কারণ, দিপ্রভা তালুকদার প্রমুখ। ২য় দিবসে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী বলেন, স্বামী চিন্তাহরণ পুরী দিব্যমানুষ ছিলেন। তিনি মানুষের মনে অসাম্প্রদায়িকতা ও মানবতার বীজ বপন করেছেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট