চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জেলা সিভিল সার্জন কার্যালয়ের এডভোকেসি সভা

২১ জানুয়ারি, ২০২০ | ৬:০৩ পূর্বাহ্ণ

ক্ষুদে ডাক্তার কর্তৃক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নে চট্টগ্রাম জেলা পর্যায়ের এডভোকেসি সভা গতকাল সোমবার নগরীর আন্দরকিল্লাস্থ জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরুল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন ও মনিটরিং অফিসার মো. জাহেদুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঁশখালীর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, লোহাগাড়ার ডা. মোহাম্মদ হানিফ, ফটিকছড়ির ডা. মোহাম্মদ ইলিয়াছ, সাতকানিয়ার ডা. আবদুল মজিদ ওসমানী, সাংবাদিক রনজিত কুমার শীল, সীতাকু- উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুচ্ছফা, হাটহাজারীর শিক্ষা অফিসার সাঈদা ইসলাম, পটিয়ার শিক্ষা অফিসার আবু আহমেদ, কর্ণফুলী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ ও বোয়ালখালী উপজেলার একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিত।

সভায় সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন বলেন, জেলার প্রত্যেক উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্ষুদে ডাক্তার টিম গঠন করা হবে।
বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষাথীদের মধ্যে থেকে বাছাই করে ক্ষুদে ডাক্তার নির্বাচন করা হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট