চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২২ জানুয়ারি সামরিক সচিব জয়নুল আবেদীনের শোকসভা

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

২১ জানুয়ারি, ২০২০ | ৫:৪৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মরহুম মিয়া মো. জয়নুল আবেদীন বীরবিক্রম ওএসপি, পিএসসি’র নাগরিক শোকসভার প্রস্তুতি সম্পন্ন হতে চলেছে।
আজ-কালের মধ্যে মঞ্চসজ্জা ও আপ্যায়নসহ সভার সকল কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সভার দেখ-ভালকারী মরহুমের মামাত ভাই চট্টগ্রাম জেলা পরিষদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আনোয়ার কামাল। ১৯ জানুয়ারি (রবিবার) দুপুরে সভাস্থল পরিদর্শন করে শোকসভা সংশ্লিষ্ট সমন্বয়কারীদের সভার অগ্রগতি সম্পর্কে অবগত করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ার কামাল ও সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ শফিকুল ইসলাম। এর আগে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসাইন মাহমুদ সভা ও আপ্যায়নস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আনোয়ার কামাল পূর্বকোণকে বলেন, ২২ জানুয়ারি (বুধবার) সকালে চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতকানিয়া-লোহাগাড়া নাগরিক কমিটির উদ্যোগে মরহুম মিয়া মো. জয়নুল আবেদীনের শোকসভা অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন মরহুমের বড় ভাই মো. ইসমাইল মানিক। এছাড়া মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, সামরিক-বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট