চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উছুলে ছাবআ স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব প্রেস ক্লাবে

২০ জানুয়ারি, ২০২০ | ৬:০৭ পূর্বাহ্ণ

‘মাইজভা-ারী তরিকার মাধ্যমে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির অর্জনের অন্যতম পন্থা উছুলে ছাবআ। উছুলে ছাবআ চর্চার মাধ্যমে সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠতে পারেন। আল্লাহর ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারেন। উছুলে ছাবআ’র চর্চাকারীরা আত্মশুদ্ধির মাধ্যমে সকল খারাপ কাজ হতে বিরত থাকেন। গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে উছুলে ছাবআ স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব ও সুধী সমাবেশে এসব কথা বলেন বক্তারা। গাউছুল আজম মাইজভা-ারী হযরত মওলানা শাহছুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভা-ারী (ক.) এর ১১৪ তম ওরশ উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভা-ারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় ১০ দিনব্যাপী কর্মসূচির ৫ম দিন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মাইজভা-ারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভা-ারী (ম.)’র সভাপতিত্বে প্রকাশনা উৎসব ও সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। অতিথি ও আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম বোরহান উদ্দিন, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শেখ সাদী, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা আহসানিয়া ইনস্টিটিউট অব সূফীজমের সহকারী অধ্যাপক শায়খ মুহাম্মদ উছমান গনি। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভা-ারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় আগামি ২৪ জানুয়ারি (১০ মাঘ) মাইজভা-ার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভা-ারী শাহছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট