চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রাতের খাবারে ২৮ পুলিশ অসুস্থ

ফৌজদারহাটে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা হ সীতাকু-

২০ জানুয়ারি, ২০২০ | ৫:৫৩ পূর্বাহ্ণ

নগরীর ছোটপুল পুলিশ লাইনে রাতের খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন ২৮জন পুলিশ সদস্য। ফলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সীতাকু-ের ফৌজদারহাট বিআইটিআইডি (বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রফিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিসেস) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গতকাল রবিবার সকালে এই খবর পেয়ে সরেজমিনে ঐ হাসপাতালে গেলে সেখানে অসুস্থ চিকিৎসাধীন কনস্টেবল মো. কায়ছার জানান, গত শনিবার দুপুরে চট্টগ্রামের ছোটপুল পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্যরা খাবার খাওয়ার পর থেকেই পেট ব্যাথা, কারো কারো বমি, পায়খানাসহ সমস্যা দেখা দেয়। কিন্তু এরপর রাতে আবার নিয়মিত খাবার হিসেবে রুটি ও ডাল খান তারা। এরপর একের পর একজন ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকেন। এভাবে অতিরিক্ত ডায়রিয়া, বমি শুরু হওয়ায় মোট ২৮জন পুলিশ সদস্যকে সীতাকু-ের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে ভর্তি করানো হয়। সেখানে তারা এখনো চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ লাইনের মেডিকেল ইন্সট্রাটকর মো. নাসির উদ্দিন বলেন, রাতে খাবারের পর সমস্যা দেখা দিলে পুলিশ সুপারের নির্দেশে সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালটির ইনফেকশাস ডিজিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ জানান, এই হাসপাতালে মোট ২৮জন পুলিশ সদস্য ভর্তি হয়েছে। তারা বমি, ডায়রিয়া, পেট ব্যাথায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন। তিনি বলেন, খাদ্যে বিষক্রিয়ার ফলে এই সমস্যা হতে পারে। এখন তারা সবার অবস্থার উন্নতি হয়েছে। যেকোন সময় তাদেরকে রিলিজ দেওয়া হতে পারে বলে জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট