চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীর পিঠা উৎসব

১৯ জানুয়ারি, ২০২০ | ৪:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গত ১৮ জানুয়ারি পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শিরিন আক্তার, মেডিসিন ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রামের বিএমএ প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মুজিবুল হক, মেডিকেল কলেজের (চবি) গভর্নিং বডির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান, ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, ডা. এম মাহফুজুর রহমান, জেনারেল সেক্রেটারী ডা. আঞ্জুমান আরা ইসলাম, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. মো. আরিফুল আমীন, ট্রেজারার মো. রেজাউল করিম আজাদ, ডোনার সদস্য ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, সদস্য ডা. কামরুন নাহার দস্তগীর, মো. আনোয়ারুল ইসলাম, প্রফেসর ইঞ্জি. এম আলী আশরাফ, রেখা আলম চৌধুরী, অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, মো. আহছান উল্যাহ, মো. জাহিদুল হাসান, এম জাকির হোসেন তালুকদার, খায়েজ আহমেদ ভ’ঁইয়া, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নুরুল হক, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এর পরিচালক প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, চমাশিহা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ রেজাউল করিম, শিশু স্বাস্থ্য বিভাগের প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী (আরজু), প্রফেসর দিদারুল আলম, নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবদুল কাইয়ুম সহ হাসপাতালের সিনিয়র চিকিৎসক এবং শিশু স্বাস্থ্য বিভাগের সকল চিকিৎসকবৃন্দ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট