চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

লালদিঘি মাঠে সুন্নি সম্মেলনের শেষ দিনে মানুষেল ঢল

১৯ জানুয়ারি, ২০২০ | ৪:২৫ পূর্বাহ্ণ

ইরাক, ফিলিস্তিন, সিরিয়া ও কাশ্মিরসহ দেশে দেশে চলমান সংঘাত-সহিংসতা প্রতিরোধে মুসলিম দেশগুলোকে পদক্ষেপ নেয়ার, মিয়নামারের রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে ওআইসির পক্ষে দায়েরকৃত মামলাকে সমর্থন জানিয়ে গাম্বিয়ার পাশে দাঁড়াতে সকল দেশকে এগিয়ে আসার, ইসলাম তথা সুন্নিয়ত পরিপন্থী ঈমান আকিদা বিরোধী যাবতীয় অপতৎপরতা রোধে বৃহত্তর সুন্নি ঐক্যের মজবুত বলয় গড়ে তোলা এবং নগ্ন আকাশ সংস্কৃতি ও মাদকপণ্যের অস্বাভাবিক বিস্তারের ফলে যুব-তরুণদের অবক্ষয়গামীতা রোধে জাতীয় সমন্বিত উদ্যোগ নেয়ার ডাক দিয়ে নগরীর লালদিঘি ময়দানে শেষ হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলন। আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসি বাংলাদেশ এর আয়োজনে সুন্নি সম্মেলনে গতকাল শনিবার সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের চেয়ারম্যান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী। গতকাল সুন্নি সম্মেলনের শেষ দিনে হাজারো সুন্নি ওলামা ছাত্র-জনতার ঢল নামে। সমবেত হাজার হাজার জনতা স্লোগানে স্লোগানে

দেশ ও সুন্নিয়ত পরিপন্থী অপশক্তিকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন। আলোচক ছিলেন আল্লামা মুহাম্মদ হোসাইন সিদ্দিকী আবুল হক্কানি (ভারত) ও আল্লামা হাফেজ এহসান ইকবাল কাদেরী (শ্রীলংকা)। বিশেষ অতিথি ছিলেন মাওলানা এম.এ মতিন। সংগঠক মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় সুন্নি সম্মেলনে আলোচক ও অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক মাওলানা এম এ মতিন, অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ওএসি এর সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, সা. সম্পাদক আল্লামা কাযী, মুঈন উদ্দিন আশরাফী, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ, পেয়ার মুহাম্মদ, আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, আল্লামা মাজহারুল ইসলাম নিজামী, আল্লামা রফিকুল ইসলাম পাটোয়ারী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ আল্লামা তৈয়্যব আলী, আল্লামা কাজী শাহেদুর রহমান হাশেমী, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী প্রমুখ। সালাত-সালাম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত করা হয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট